ছবি ঘর | নির্মাণ তথ্য | খাবার | কৃষি | স্বাস্থ্য | পড়াশোনা | দেশ | ইসলাম | লগইন

কম্পিউটার মাউস কি, মাউস ব্যবহারের নিয়ম শিখ

কম্পিউটার মাউস: মাউস কম্পিউটার পরিচালনায় ব্যবহৃত একটি হার্ডওয়্যার। ১৯৬০ এর দশকের শেষ ভাগে স্ট্যানফোর্ড রিসার্চ ইন্সটিটিউটের ডুগ এঙ্গেলবার্ট সর্বপ্রথম মাউস আবিষ্কার করেন। কিন্তু সত্তরের দশকে এটি কেবল জেরক্সের কম্পিউটার ছাড়া অন্যত্র জনপ্রিয়তা পায় নাই। ১৯৮০ এর দশকে আ্যাপল কম্পিউটার তাদের ম্যাকিন্টশ সিরিজে প্রথম এটি উপস্থাপন করে, এর আকৃতি ইঁদুরের মত তাই এর নাম mouse দেয়া হয়েছিল। এটি একটি ইনপুট ডিভাইস, এর মাধ্যমে মনিটরের বা প্রোগ্রামের যে কোন স্থানে নিয়ন্ত্রন প্রতিষ্ঠা সম্ভব। এর কল্যাণে গ্রাফিক্স ইউজার ইন্টারফেস বা GUI সম্বলিত আপারেটিং সিসটেম এত দ্রুত প্রসার পায়।

মাউস ব্যবহারের নিয়ম: যেভাবে মাউস ব্যবহার করে কাজ করতে হয় তা নিচে আলোচনা করা হল।

পয়েন্টিং: মাউস পয়েন্টকে মনিটর স্ক্রিনের যে কোন জায়গায় Move করানোকে পয়েন্টিং বলা হয়।

ক্লিকঃ মাউসের বাটনকে একবার ক্লিক করে ছেড়ে দেওয়াকে সিঙ্গেল ক্লিক বা শুধু ক্লিক বলা হয়।

ডাবল ক্লিকঃ মাউসের বাটন পরপর দুইবার চাপ দেওয়াকে ডাবল ক্লিক বলা হয়।

ড্র্যাগ এন্ড ড্রপঃ কোন ছবি, আইকন বা উইন্ডোকে সিলেক্ট করে মাউসের বাম বাটন চেপে ধরে টেনে আনাকে ড্র্যাগ বা ড্র্যাগিং বলে। এভাবে ড্র্যাগ করে ছেড়ে দেওয়াকে ড্রপিং বা ড্রপ বলা হয়।

সিলেক্টঃ কোন অবজেক্ট সিলেক্ট করতে হলে অবজেক্টের ডান বা বাম দিকে আই-বিম ক্লিক করে মাউসে চেপে রেখে অবজেক্টের উপর দিয়ে বাম বা ডানদিকে টেনে নিয়ে যেতে হবে। এতে টেনে নিয়ে যাওয়া অংশটুকুর উপর অন্য রঙের আচ্ছন পড়ে যাবে। একেই সিলেক্ট বলা হয়।

উৎস ও ব্যবহারঃ-

প্রযুক্তি বিষয়ক এই লিখাটি ইন্টারনেট ও বিভিন্ন বই থেকে তথ্য সংগ্রহ করে লিখা হয়েছে। এই লিখাটি সবার জন্যে উন্মুক্ত। ব্যবসায়িক উদ্দেশ্য ছাড়া যে কেউ এই লিখাটি ব্যবহার করতে পারবেন।

একই ধরনের বিষয়ঃ-

বিষয়: কম্পিউটার পেরিফেরালস কাকে বলে, কত প্রকার ও কি কি?

বিষয়: কম্পিউটার কিবোর্ড কাকে বলে, কম্পিউটার কিবোর্ড পরিচিতি

বিষয়: কম্পিউটার প্রিন্টার কাকে বলে, প্রিন্টার কত প্রকার কি কি?

বিষয়: কম্পিউটার সফটওয়্যার কাকে বলে, সফটওয়্যার কত প্রকার ও কি কি?

সর্বশেষ প্রকাশিত বিষয়

বিষয়: মনিটর কাকে বলে, কত প্রকার ও কি কি?

বিষয়: বারকোড কি এবং বারকোড কিভাবে কাজ করে?

বিষয়: এপ্লিকেশন সফটওয়্যার কি বা কাকে বলে? কিছু তথ্য জানুন

বিষয়: কম্পিউটার সফটওয়্যার কাকে বলে, সফটওয়্যার কত প্রকার ও কি কি?

বিষয়: rom কি বা কাকে বলে, রম এর কাজ ও প্রকারভেদ?

বিষয়: ram কাকে বলে, ram এর কাজ কি?

বিষয়: কম্পিউটার প্রিন্টার কাকে বলে, প্রিন্টার কত প্রকার কি কি?

বিষয়: লেজার প্রিন্টার কি, লেজার প্রিন্টার কিভাবে কাজ করে?

বিষয়: এলসিডি ও এলইডি মনিটর কাকে বলে?

বিষয়: কম্পিউটার মাউস কি, মাউস ব্যবহারের নিয়ম শিখ

বিষয়: কম্পিউটার কিবোর্ড কাকে বলে, কম্পিউটার কিবোর্ড পরিচিতি

বিষয়: ইনপুট ডিভাইস কাকে বলে, ইনপুট ডিভাইস সমূহ কি?

বিষয়: আউটপুট ডিভাইস কাকে বলে, আউটপুট ডিভাইস সমূহ কি?

বিষয়: কম্পিউটারের ইনপুট ও আউটপুট ডিভাইস গুলো কি কি?